সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চারঘাটে জনপ্রতিনিধিরা আত্মগোপনে নাগরিক সেবা ব্যাহত  

রাজশাহী ব্যুরো

চারঘাটে জনপ্রতিনিধিরা আত্মগোপনে নাগরিক সেবা ব্যাহত  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজশাহীর চারঘাট উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ৫ ইউপি চেয়ারম্যানরা রয়েছেন আত্মগোপনে। এতে করে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সেবা-পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। ব্যাহত হচ্ছে নাগরিক সেবা কার্যক্রমও। 

গত বুধবার সকাল থেকে উপজেলা পরিষদ ও পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন সরেজমিন ঘুরে দেখা গেছে জনপ্রতিনিধিরা লাপাত্তা। একমাত্র ব্যতিক্রম নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। প্রতিকুল পরিস্থিতিতে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন তিনি। 

আত্মগোপনে যাওয়া প্রতিনিধিরা হলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন, ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহমেদ লনি, নারী ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, পৌর মেয়র একরামুল হক, চারঘাট সদর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, ভায়ালক্ষিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, শরুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন। এসব চেয়ারম্যানদের সচিবদের সঙ্গে কথা বলে জানা গেছে চেয়ারম্যানরা গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অদ্যবধি তারা আত্মগোপনে রয়েছেন। দূর থেকে পরিষদের জরুরি কাজ কর্মে স্বাক্ষর লাগলে তা তারা গোপনে করিয়ে আনছেন বলে দাবি করেন প্রতিটি পরিষদের সচিবরা। 

অনদিকে সেবা নিতে আসা সেবা গ্রহিতারা বলছেন আজ এক সপ্তাহ ধরে আমরা চেয়ারম্যানের নাগাল পাচ্ছিনা। পরিষদে আসলে বলা হচ্ছে চেয়ারম্যানরা বাড়ি আছেন। আবার বাড়ি গেলে বলা হচ্ছে চেয়ারম্যান বাইরে আছেন। এভাবে চরম ভোগান্তিতে পড়েছেন চারঘাটের সেবা গ্রহিতরা। 

বিষয়টি সম্পর্কে আত্মগোপনে থাকা চারঘাট উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদু হাসান বলেন, আসলে ৫ আগস্টের পরে বিভিন্ন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান হামলা ভাংচুরের স্বীকার হয়েছে তাতে আমরা শঙ্কিত ও নিরাপত্তহীনতায় ভুগছি। তাই পরিষদে বসে কিভাবে সেবা দেব। এমন অভিযোগ পৌর মেয়র একরামুল হকসহ সব জনপ্রতিনিধির। 

চারঘাট মডেল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, থানার কার্যক্রম এখন স্বাভাবিক। পুলিশ এখন জনগণের সেবায় সোচ্চার রয়েছে। ফলে চারঘাটে কোথাও কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি নেই। সার্বিক বিষয়ে চারঘাট ইউএনও সাইদা খানম বলেন, জনপ্রতিনিধিরা ভয় না পেয়ে পরিষদে বসা উচিত।   

টিএইচ